অত্যন্ত আনন্দের সাথে জানান যাচ্ছে যে, কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুনাইগাছ রহমানিয়া বালিকা দাখিল মাদ্রাসার কর্মকান্ড ওয়েব সাইটে প্রকাশিত হতে যাচ্ছে। বর্তমানে সদাসয় সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সাথে আমরাও একাত্ততা করতে চাই। মাদ্রাসার সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে মাদ্রাসার কর্মকান্ড সর্ম্পকে অতি সহজে ইন্টারনেট ব্যবহারকারীরা অবহিত হতে পারবেন আমি আশাকরি এর মধ্যদিয়ে আমাদের শিক্ষার্থীরাই শুধু নয় সারা দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকরণ সম্ভব হবে। আমি মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, ছাত্রী অভিভাবক সুধিমহল শুবাসুদ্যায়ী সকলকে জানাই আন্তারিক শুভেচ্ছা।